নাদের চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি:
মোয়ানেম হোসেন জন্মগতভাবেই নেই দুটি হাত। ‘ফেনী পুলিশ যেমন চাই’ বিষয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজনে সালেহ উদ্দিন-হোসনে আরা চৌধুরী ফাউন্ডেশনের এক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে পা দিয়ে ছবি এঁকে হয়েছেন প্রথম। প্রায় একমাস আগে হওয়া এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় ১৩ জানুয়ারী বৃহস্পতিবার।
ফেনীর দাগনভূঁঞার প্রতিবন্ধী স্কুলছাত্র মোনায়েম হোসেনকে পুলিশ কতৃপক্ষের পুরস্কারের পাশাপাশি ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী নগদ এক লাখ টাকা দেন। এছাড়া তার লেখাপড়ার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। এর আগে প্রতিবন্ধী মোনায়েমকে কেন্দ্রীয় পুনাকের সভানেত্রীর পক্ষ থেকেও পুরস্কৃত করা হয়।
প্রায় মাসখানেক আগে ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জেলায় যোগদানের পর ‘ফেনী পুলিশ যেমন চাই’ বিষয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী।
ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেন, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, সিভিল সার্জন রফিক উস ছালেহীন, ‘ফেনী পুলিশ যেমন চাই’ বিষয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজনের পৃষ্ঠপোষক সালেহ উদ্দিন-হোসনে আরা চৌধুরী ফাউন্ডেশনের সদস্য সচিব জালাল উদ্দিন আহমেদ চৌধুরী।