সজীব ওয়াজেদ জয়ের মাধ্যমে বাংলাদেশ আসন্ন চতুর্থ শিল্প বিপ্লবে বিশ্বকে নেতৃত্ব দিতে স্ক্ষম হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার নিজের সরকারি বাসভবন থেকে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির উদ্যোগে ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অগ্রসরমান ডিজিটাল প্রযুক্তি পথিকৃৎ মুজিব হতে সজীব’ শীর্ষক ওয়েবিনারে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, “এই ডিজিটাল বাংলাদেশের সত্যিকারের স্থপতি হচ্ছেন সজীব ওয়াজেদ জয়। যিনি লাখো তরুণের হাতে তুলে দিয়েছেন আলাদিনের প্রদীপের মত দ্বীপ শিখা প্রযুক্তির, যার হৃদয় জুড়ে বাংলাদেশ, যার ভাবনা জুড়ে প্রযুক্তি নির্ভর বাংলাদেশ। তারুণ্যকে জাগিয়ে তুলেছেন, বিশ্বকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জনে সামর্থবান তৈরির মাধ্যমে। তার আজ জন্মদিন।
“আজকের বাংলাদেশ আর এক যুগ আগের বাংলাদেশ এক নয়। আমরা এখন এক নতুন বাংলাদেশের বাসিন্দা। বদলে যাওয়া বাংলাদেশ এখন পারমাণবিক ও স্যাটেলাইট বিশ্বের সদস্য। ২০০৮ সালে নির্বাচনের ম্যানিফেস্টোতে যখন ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন ঘোষণা করা হয়েছিল তখন মানুষ এ নিয়ে নানা ব্যঙ্গ করেছিল, ডিজিটাল বাংলাদেশ আবার কী? আজ মাত্র একযুগের ব্যবধানে এদেশের মানুষকে বোঝাতে হয় না, মানুষ উল্টো বুঝিয়ে দিচ্ছে ডিজিটাল বাংলাদেশ মানে কী।”