মুহাম্মাদ আব্দুল আওয়াল, যশোর জেলা প্রতিনিধি:
যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ’র সুস্থতা কামনায় সদর উপজেলার ইছালী ও লেবুতলা ইউনিয়নে পৃথকভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) আসর বাদ রামকৃষ্ণপুর বাজার মোড়ে ইছালী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক সামিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মাজহারুল ইসলাম, খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগ নেতা ইবাদত হোসেন, মমিনুল হক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কামরুজ্জামান, যুবলীগের ইকরামুল ইসলাম, রাসেল হোসেন, ছাত্রলীগের সুমন প্রমুখ।
এদিকে, তেঁতুলতলা বাজারে লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার বাহাউদ্দিন, সাধারণ সম্পাদক দাউদ হোসেন, যুবলীগের আহবায়ক ও ইউপি সদস্য জহুরুল হক, তেঁতুলতলা বাজার বণিক সমিতির সহ-সভাপতি আক্তার হোসেন, সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাবেক ইউপি সদস্য আব্দুল আলিম, আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমান, ছাত্রলীগ নেতা বাপ্পী হোসেনসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এন.এইচ/