মুহাম্মাদ আব্দুল আওয়াল, যশোর জেলা প্রতিনিধি:
করোনাভাইরাসে আক্রান্ত যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ’র সুস্থতা কামনায় সদর উপজেলার খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ মার্চ) বেলা এগারোটায় বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক বজলুর রহমান।
প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি সৈয়দ মনির হোসেন টগর।

কারিগরি বিভাগের ট্রেড ইন্সট্রাক্টর আব্দুল্লাহ ক্বাফীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, শিক্ষক প্রতিনিধি ও জেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক জাকির হোসেন মিনি, ম্যানেজিং কমিটির সদস্য ময়নুদ্দিন হোসেন ময়না। সভা শেষে ধর্মীয় শিক্ষক মাও. আব্দুল হাই দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানে উপজেলা যুবলীগের সদস্য ফারুক হোসেন, শহর যুবলীগের সদস্য এস.এম শহিদ, একই সংগঠনের নওয়াপাড়া ইউনিয়নের আহবায়ক নুর ইসলাম আলোসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।






