মো: তারেক মাহমুদ, লক্ষ্মীপুর(সদর প্রতিনিধি): বায়তুল কারিম ইসলামিয়া মাদরাসার ছবক ও দোয়া আয়োজন অনুষ্ঠিত হয়েছে আজ ৫ ডিসেম্বর।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মাও: জহির উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব অনরারী অবঃ ক্যাপ্টেন ইব্রাহীম ও ডাক্তার মো: জহিরুল ইসলাম, ডাক্তার মো: রানা ও বিশিষ্ট ব্যবসায়ী রিপন সহ এলাকার ব্যক্তিবর্গ।
ছবক ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত মাদরাসার দাতা হাজী মো:মহসিন সাহেব। উদ্ভোধনী বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাও: ইমরান হোসাইন। তিনি তিনার বক্তব্যে মাদরাসার বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা করেন।এবং এ মাদরাসার শিশু শ্রেণী থেকে ৫ম শ্রেনী ছাড়াও নূরানী ও হিফজ শাখা চালু ও ডে-কেয়ার চালু করার কথা বলেন। তিনি মাদরাসার আগামীর সম্ভাবনা করেন এবং সকলের প্রতি কৃতঙ্গতা জানিয়ে বক্তব্য শেষ করেন।
বিশেষ অতিথি হিসেবে ডাঃ জহিরুল ইসলাম বলেন, একসময়ের ফসলি ক্ষ্যাত এখন আল্লাহর রহমতে মাদরাসাতে পরিণত হয়েছে। আলহামদুলিল্লাহ এ মাদরাসা আমাদের হেদায়েতের জন্য উসিলাহ হতে পারে। আমি এ মাদরাসার সাথে সম্পৃক্ত ছিলাম থাকবো ইনশাআল্লাহ।
এছাড়া উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব অনারারী অব: ক্যাপ্টেন ইব্রাহীম ও ডাক্তার রানা সহ এলাকার ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি মাও: জহির উদ্দিন ছবক ও দোয়া পরিচালনা করেন এবং উক্ত অনুষ্ঠানের সমাপ্তি হয়।
উল্লেখ্য, এ মাদরাসাটি লক্ষ্মীপুর পৌরসভার ০৪ নং ওয়ার্ডে খামার বাড়িতে ২০০৯ ইং সালে প্রতিষ্ঠিত হয়েছে। মাদরাসার জন্য জমি এবং ভবন দান করেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো: মহসিন সাহেব। এ পর্যন্ত তিনি উক্ত মাদরাসাটি দেখাশোনা করে যাচ্ছেন।