দেশের প্রতিটা নাগরিকের জন্য জন্মনিবন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। বরিশাল সদর ৬ নং জাগুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়াতুল্লাহ খান আজাদী গত বুধবার তার অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে জাগুয়া বাসীকে উদ্দেশ্য করে একটি ভিডিও বার্তা প্রধান করে আর মুহুর্তেই সেই ভিডিও ফুটেজ ছড়িয়ে পরে এলাকাবাসীর মাঝে।
ভিডিও বার্তায় তিনি বলেন, প্রিয় জাগুয়াবাসী আপনাদের জন্য একটি সু-খবর আজকে থেকে নতুন জন্মনিবন্ধন এর জন্য কোনো টাকা নেওয়া হবে না,সেটা যদি শিশুর জন্মের ৪৫ দিন পরেও হয় তাহলেও,নতুন জন্মনিবন্ধন এর খরচ সম্পূর্ণ আমি নিজে বহন করবো।এছাড়াও জন্মনিবন্ধন সংশোধন,মৃত্যু নিবন্ধন ও অনন্য যা আছে সরকার কর্তৃক নির্ধারিত ফি অধিকাংশ মানুষই জানেন না তাই এখন থেকে যেনো কেউ প্রতারিত না হয় সেই জন্য ইউনিয়ন পরিষদ ভবন কমপ্লেক্স এর নোটিশ বক্সে প্রিন্ট আকারে টানানো থাকবে কোন নিবন্ধনে কতো ফি।
তিনি আরও বলেন, সরকারি গেজেট অনুযায়ী এবং নির্ধারিত সংবলিত গেজেট ব্যাতীত এক টাকাও বেশি নেওয়া হবে না আর যদি কেউ বাড়তি টাকা দাবি করে তাহলে প্রমান সহ আমাকে জানাবেন এর ব্যাবস্থা আমি গ্রহন করবো।