ইসলামফোবিয়ার বিরুদ্ধে অবস্থান নেয়া এবং এটি মোকাবেলায় বিশেষ প্রতিনিধি নিয়োগের ঘোষণা দেয়ায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
গতকাল রোববার ইমরান খান বলেন, আমি জাস্টিন ট্রুডোর ইসলামফোবিয়ার বিরুদ্ধে দ্ব্যর্থহীন নিন্দা এবং এই পরিস্থিতি মোকাবেলায় একজন বিশেষ প্রতিনিধি নিয়োগে তার পরিকল্পনাকে স্বাগত জানাই। আমি দীর্ঘদিন ধরে এ কথাই বলে আসছিলাম। আসুন আমরা এই বিপদের অবসান ঘটাতে হাত মেলাই।
এর আগে সাম্প্রতিক এক টুইটে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছিলেন, ইসলামফোবিয়া পুরোপুরিভাবেই অগ্রহণযোগ্য। এই ঘৃণার অবসান ঘটিয়ে মুসলিম কানাডিয়ানদের জন্য আমাদের সম্প্রদায়গুলোকে নিরাপদ করে তুলতে হবে। এতে সাহায্য করার জন্য, ইসলামফোবিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমরা একটি বিশেষ প্রতিনিধি নিয়োগ করতে যাচ্ছি।
গত বছর, কানাডিয়ান সরকার ২৯ জানুয়ারিকে কুইবেক শহরের মসজিদে হামলা এবং ইসলামফোবিয়ার বিরুদ্ধে অ্যাকশনের জাতীয় স্মরণ দিবস হিসাবে ঘোষণা করেছিল। সন্ত্রাসী কর্মকাণ্ডের পাঁচ বছর পূর্তি উপলক্ষে দেয়া কানাডার সরকারি এক বিবৃতিতে বলা হয়, কানাডাজুড়ে সরকার মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে। একই সাথে দেশজুড়ে ইসলামফোবিয়া ও ঘৃণাত্মক সহিংসতাকে নিন্দা ও মোকাবেলা করার জন্য পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে কানাডার সরকার।
এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসলামবিরোধিতাকে মত প্রকাশের স্বাধীনতা হিসেবে ব্যবহার করার নিন্দা জানিয়েছিলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সে সময় তাকেও ধন্যবাদ জানিয়েছিলেন।






