ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েলের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। গ্লাসগোতে চলমান জলবায়ু সম্মেলনে অংশ নিয়ে গতকাল মঙ্গলবার ২ নভেম্বর দুই নেতার এক প্রাণবন্ত আলোচনায় এ কথা বলেন তিনি।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, এ বিষয়ে একটি ভিডিও টুইট করেছেন নাফতালি বেনেট। এতে দেখা যায়, গ্লাসগোর গুরুত্বপূর্ণ কপ২৬ জলবায়ু সম্মেলনের মধ্যেও দুই দেশের প্রধানমন্ত্রী প্রাণবন্ত সময় কাটাচ্ছেন। টুইটে ভারতীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে নাফতালি বেনেট বলেন, আমার দলে যোগ দিন। এ কথা শুনে হাসিতে মেতে উঠেন মোদি।
ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, কপ২৬ জলবায়ু সম্মেলনের ফাঁকে সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদি ও নাফতালি বেনেট। যা বেনেটের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সাক্ষাৎ। এর আগে ইসরায়েল সফর করে আগের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও সাক্ষাৎ করেন মোদি।
খবরে বলা হয়েছে, এদিন মোদি ও বেনেট দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে মত বিনিময় করেন। একই সঙ্গে তারা উন্নত প্রযুক্তি ও উদ্ভাবনের মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা সম্প্রসারণের ব্যাপারে একমত পোষণ করেন। এর আগে সোমবার, ১ নভেম্বর, জলবায়ু সম্মেলনে অনানুষ্ঠানিকভাবে তাদের মধ্যে সংক্ষিপ্ত সাক্ষাৎ হয়।
উল্লেখ্য, ভারত ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক বেশ গভীর। বিগত কয়েক দশক ধরে সন্ত্রাস মোকাবেলা এবং প্রতিরক্ষা ইস্যুতে কাজ করছে দুই দেশ। কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ২০১৭ সালে প্রথমবারের মতো নরেন্দ্র মোদি ইসরায়েল সফর করেন। মূলত তখন থেকেই দুই দেশের সম্পর্ক আরো মজবুত হয়।
ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী সেই কথাও স্মরণ করিয়ে দিলেন মঙ্গলবার বৈঠকে। নরেন্দ্র মোদিকে বৈঠকের শুরুতেই নাফতালি বেনেট বলেন, আপনাকে ধন্যবাদ এ জন্য যে, আপনিই সেই ব্যক্তি যিনি ভারত ও ইসরায়েলের সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে গেছেন।
পাশাপাশি ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমরা কাজ চালিয়ে যাব, যাতে জোরালো দ্বিপাক্ষিক সম্পর্ক ও একটি উন্নত গ্রহ গড়ে তোলা যায়।






