অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল বলেছেন, রাজনীতি কোনো ব্যবসা না, রাজনীতি হলো দেশপ্রেম। এই রাজনীতি দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। আমরা রাজনীতির পাশাপাশি পিতা-মাতার উপর যত্নশীল হবো। প্রতিবেশীকে ভালোবাসবো।
সোমবার (৭ নভেম্বর) বিকালে কুমিল্লার মনোহরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। বাঙালিরা পারে না এমন কোনো কাজ নেই। চীন ও ভারতের চেয়ে মাথাপিছু আয়ে এগিয়ে আছি আমরা।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মুহাম্মাদ তাজুল ইসলাম বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করেছেন তার অনেক প্রমাণ আছে। ১৫ আগস্ট এলে যখন আমাদের বুকে রক্ত ক্ষরণ হয়, তখন তারা খালেদা জিয়ার কথিত জন্মদিন পালন করে।