ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপ্যাল মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, ক্ষমতাসীন সরকার উন্নয়নের নামে মেঘা দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে কিছু মানুষকে আঙ্গুল ফুলে বটগাছ বানিয়েছে। ভোটারবিহীন নিশিরাতের সরকারের ব্যর্থতায় গুটিকয়েক ব্যবসায়ী জনগনের রক্তচোষা নীতি গ্রহণ করে শোষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধি করে মানুষকে কঠিন সঙ্কটে ফেলেছে। যার ফলে সাধারণ খেটে খাওয়া মানুষের পক্ষে ডাল-ভাত খেয়ে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। দেশের এহেন সঙ্কট মোকাবেলায় অতীত ও বর্তমানের দুর্নীতিবাজদেরকে বয়কট করে আগামীতে দুর্নীতি মুক্ত সরকার প্রতিষ্ঠায় পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে ঐক্যবদ্ধ হবার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
আজ ৭ নভেম্বর সোমবার বিকেলে রাজধানীর আরসিন গেইট, কদমতলী ও শ্যামপুর শিল্পাঞ্চল এলাকায় পৃথকভাবে দারিদ্র্য ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি উপরোক্ত কথা বলেন।
প্রিন্সিপ্যাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী শ্যামপুর ও কদমতলী থানা এলাকার দুস্থদের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকে চাল,ডাল সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ শাখার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা আবদুর রাজ্জাক, আলহাজ্ব সুলতান আহমদ খান, মাওঃ বাছির উদ্দিন মাহমুদ, মোঃ বেলাল হোসেন, মোঃ মোশাররফ হোসেন ও মাওঃ মাসুদুর রহমান চাঁদপুরী প্রমূখ।