বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে হওয়া মামলার বিষয়ে বিএনপি চিন্তিত নয় জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কিছুই যায়-আসে না। তার নামে তো আরও মামলার রায় আছে। আন্দোলনের মাধ্যমে বিজয়ের বেশে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।
রোববার (৬ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত সমাবেশে এ কথা বলেন মির্জা ফখরুল।
দুর্নীতি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে এ সমাবেশ আয়োজন করে যুবদল।
মির্জা ফখরুল বলেন, দেশের ১৮ কোটি মানুষ যার দিকে তাকিয়ে আছে সেই জনগণের নেতা ও তার সহধর্মিণীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার কোনো গুরুত্ব নেই, কারণ এতে তাদের কিছুই যায়-আসে না। দেশের জনগণ বিজয়ের বেশে তাদের ফিরিয়ে আনবে, খালেদা জিয়াকে কারামুক্ত করবে।
বিএনপির বরিশালের সমাবেশের দুটি চিত্র তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ওই দিন সমাবেশে একজন বয়স্ক মানুষ তিনদিন ধরে শুয়ে ছিলেন, তার কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, আপনি এত কষ্ট করে কেন এসেছেন? উত্তরে তিনি বলেন, আমার ঘরে খাওয়া নেই, বিএনপি ক্ষমতায় এলে আমার ভাতের ব্যবস্থা হবে। আরেকজন বরস্ক নারী সমাবেশে এসেছিলেন বহু কষ্ট করে, তার কাছে জানতে চাওয়া হলো আপনি কেনো এসেছেন মা? তিনি বলেন, আমি পরিবর্তন দেখতে এসেছি।
যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম আলাল, ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুল হক মিলন, যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নীরব, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সমাজসেবা সম্পাদক কামরুজ্জামান রতন প্রমুখ বক্তব্য দেন।