নিজস্ব প্রতিবেদকঃ-রাজধানীর বকশিবাজারে আলিয়া মাদ্রাসার বকশি বাজার মাঠ নামে উদ্বোধনকে কেন্দ্র করে পুলিশের হামলায় ৬ শিক্ষার্থী আহত হয়েছে।
আজ বেলা ১টা থেকে বিক্ষোভ করছিলেন মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীরা। সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার নিজস্ব মাঠ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সরকারি বকশীবাজার কেন্দ্রীয় খেলার মাঠে নামে উদ্বোধনের অভিযোগে অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচি করছিলেন তারা।
শিক্ষার্থীদের বিক্ষোভ উপেক্ষা করে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মাঠ উদ্বোধন করতে পৌঁছানো মাত্রই শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে মাঠের ভিতর থেকে ইট পাটকেল মারতে শুরু করে। এরপর মেয়র মাঠের উদ্বোধন না করেই দ্রুত স্থান ত্যাগ করেন।
এঘটনায় শিক্ষার্থীদের উপর পুলিশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।এতে ২০জন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা যায়।আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে নেয়া হয়েছে।






