মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের অমর স্মৃতির প্রতি উৎসর্গ করে ফজলুল হক হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, “বৃক্ষরোপণ কর্মসূচি” এর আয়োজন করে। ২৬শে ফেব্রুয়ারি শনিবার দুপুরে এ কর্মসূচী পালিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন এবং ফজলুল হক হলের আবাসিক শিক্ষকবৃন্দ। মুলত হল সৌন্দর্য্য বৃদ্ধির লক্ষ্যে এবং গ্রীণ হাউজ ইফেক্ট মোকাবিলা করার জন্য শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রয়াসে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির এক পর্যায়ে ফজলুল হক হল ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসাইন নাঈম বলেন, যাদের আত্মত্যাগ এর বিনিময়ে আমরা বাংলায় স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারছি তাদের স্মরণে এমন একটি পরিবেশ সহায়ক কার্যক্রম শহীদদের আত্মায় শান্তির বাতাস বয়ে দিবে বলে বিশ্বাস করি।তাদের আত্না আমাদের এই সবুজ বেষ্টনীতে এসে শান্তির নিঃশ্বাস ফেলবে।
তিনি আরো বলেন, সুন্দর ও নিরাপদ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে, দূষণমুক্ত সমাজ গড়ে তুলতে ভাষা শহীদদের স্মরণে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে দেশের সকল সচেতন নাগরিকদের এগিয়ে আসা উচিত।
এন.এইচ/