মোঃ মোকলেছুর রহমান; কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের যতিনের হাট এলাকায় মধ্যরাতে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বসতবাড়ী ভেঙে পাশের একটি ডোবায় পড়ে গেছে।
৩১ অক্টোবর ২০২২ দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে। এতে বাড়ির একটি ঘর চুরমার হয়ে গেছে। অনেক চেষ্টা করেও চালক বা হেলপারকে খুঁজে পাওয়া যায়নি।
এলাকাবাসী এ ঘটনা পুলিশকে জানালে, পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেন এবং দোষী হেলপার এবং ড্রাইভারকে গ্রেফতার করবেন বলে এলাকাবাসীকে আশ্বাস দেন।
আর.আই/