পশ্চিমা দেশ ও আফগান নাগরিক সমাজের প্রতিনিধি দলের সাথে তিন দিনের আলোচনায় অংশ নিতে নরওয়ের রাজধানী অসলোতে পৌঁছেছে তালেবান প্রতিনিধি দল।
রোববার আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নেতৃত্বে এই প্রতিনিধি দল অসলোতে পৌঁছায়।
তালেবান প্রতিনিধি দলের সাথে আফগানিস্তানের নারী অধিকার ও মানবাধিকার কর্মী ও আফগান প্রবাসীদের প্রতিনিধিদের রোববার অসলোতে এই বৈঠক শুরু হবে। বৈঠকে একইসাথে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, ইতালি ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল উপস্থিত থাকবে।






