বাহাদুর-শাহ পার্ক (ভিক্টোরিয়া পার্ক) এ গতকাল রাতে কয়েকজন লোক এসে পার্কের মধ্যে রেস্তোরাঁ তৈরির সরঞ্জাম নিয়ে এসে স্থাপন করতে চাইলে উপস্থিত জনতা তার প্রতিবাদ করে। তাদের কাছে তাদের অনুমতিপত্র দেখতে চাইলে তারা দেখতে পারে নাই। তারা নিজেরাও জানে না কার হুকুমে এই স্থাপনাটি হচ্ছে? পরে শেষ পর্যায়ে প্রতিবাদী জনতার তোপের মুখে স্থান ত্যাগ করতে বাধ্য হয়।
উপস্থিত কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা জানা যায়, এক শিক্ষার্থী বলেন ঢাকার ঐতিহ্যবাহী স্থানের সৌন্দর্য নষ্ট করে ব্যাবসা প্রতিষ্ঠান স্থাপন করা অন্যায় কাজ।
উপস্থিত একজন স্থানীয় বলেন, আমি ৪০ বছর ধরে এই পার্কে দেখে আসছি। হাজার হাজার মানুষ তাদের ক্লান্তি নিবারনের জন্য এই পার্কে সময় কাঁটায়। প্রতিদিন কয়েক হাজার পুরুষ ও মহিলা সকাল-সন্ধায় শারিরীক সুস্থতার জন্য হাঁটাচলা করে।
স্থানীয় একজন বলেন, এই ব্যাস্ততম নগরীতে একটুকরো সবুজের ছোয়া সেই স্থানে এরকম ব্যাবসা প্রতিষ্ঠান করা সম্পূর্ণ অযুক্তিক। তাছাড়া এই পার্কের আশপাশে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল সরকারি কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, মহানগর মহিলা কলেজে, মুসলিম হাইস্কুল,ইসলামিয়া উচ্চ বিদ্যালয় সহ প্রায় ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে। ১ লক্ষের মত শিক্ষার্থীরা এখানে অবসরে সময় কাটান।
তাদের সবার দাবি পার্কটি যেন উন্মুক্ত থাকে। তাছাড়া উক্ত প্রতিষ্ঠান টি করা হলে সিপাহী বিদ্রোহের স্মৃতি ধারনকারী স্তম্ভটি আড়ালে পরে ঢেকে যাবে।
এ বিষয়ে সিটি করপোরেশন এর পক্ষ থেকে জানতে চাইলে কিছু জানানো হয় নাই।