শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর ২ টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা সভাপতি সোহেল হোসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত এর সঞ্চালনায় আইসিএবি পঞ্চগড় জেলা মিলানায়তনে “জেলা সম্মেলন’ ২০২৩” অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সুলতান মাহমুদ।
তিনি তার বক্তব্যে বলেন, পৃথিবীর সকল উন্নত রাষ্ট্রে শিক্ষার্থীদের যাবতীয় ব্যয়ভার সরকারের। কিন্তু আমাদের দেশে জিডিপির ৬ শতাংশ বাজেট হলেও বাস্তবে তার প্রণয়ন হয় ৩ শতাংশ। দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাষ্ট্রে মেধাবী শিক্ষার্থীদের সংখ্যা আছে ব্যাপক কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে তারা উচ্চ শিক্ষা লাভ করতে সক্ষম হয়না। প্রকৃতপক্ষে সরকারের কাজ ছিলো অর্থনৈতিক ভাবে দুর্বল মেধাবীদেরকে উচ্চ শিক্ষার জন্য যাবতীয় ব্যয় নিশ্চিত করা। পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে শিক্ষার্থীদের যাবতীয় ব্যয়ভার সরকার গ্রহণ করবে ইনশাআল্লাহ।
প্রধান অতিথি আরও বলেন, ক্যাম্পাস গুলো আজ বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের দ্বারা কলুষিত হচ্ছে, কিন্তু ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ সম্পূর্ণ ব্যাতিক্রম। তারা একজন ছাত্রকে প্রকৃত মানুষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলে।
সম্মেলনে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৩ সেশনের কমিটি ঘোষনা করা হয়।
নবগঠিত কমিটিতে মুহাম্মদ ইয়াসিন আরাফাতকে সভাপতি, মুহাম্মদ আল মামুনকে সহ-সভাপতি, মুহাম্মাদ শাহপরান সুজনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলার সভাপতি আলহাজ্ব আব্দুল হাই,সেক্রেটারি ক্বারী মোঃ আব্দুল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলার সভাপতি আলহাজ্ব কামাল হাসান প্রধান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সুজন,ইসলামী যুব আন্দোলন পঞ্চগড় জেলার সভাপতি মাওলানা সৈয়দ সুলতান মাহমুদ এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সোহেল রানা প্রমুখ।