ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণ-পূর্বে বেইতা শহরে সাপ্তাহিক বিক্ষোভে শুক্রবার ইসরায়েলি সেনারা এক ফিলিস্তিনি যুবককে হত্যা করেছে। রেড ক্রিসেন্ট হাসপাতাল সূত্র বিষয়টি নিশ্চিত করে। আবনা নিউজ এ খবর প্রকাশিত করেছেন।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির (পিআরসিএস) জরুরি ও অ্যাম্বুলেন্স বিভাগের প্রধান আহমাদ জিব্রিল ফিলিস্তিনি সংবাদ ও তথ্য সংস্থাকে (ওয়াফা) বলেন, ইসরায়েল সেনাবাহিনী সেবিহ পর্বতে অহিংস বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি চালায়। এতে একজন যুবক নিহত হয়। টিয়ার গ্যাস থেকে ইনহেলেশনের আঘাতে অন্তত আটষট্টি জন আহত হয়েছেন।
নিহত যুবকের নাম জামিল আবু আয়াশ (৩১)। ইসরায়েলি সেনারা তার মাথায় গুলি করেছে। অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ফিলিস্তিনি যুবকরা কয়েক মাস ধরে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ উপনিবেশের সম্প্রসারণ প্রত্যাখ্যান করে বিক্ষোভ করছে। ইহুদিরা যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নির্মাণ করছে।
খবরে বলা হচ্ছে, আগের দিন সৈন্যরা বুলডোজার দিয়ে ফিলিস্তিনিদের মালিকানাধীন জমিতে জলপাই গাছ উপড়ে ফেলার পাশাপাশি একটি বিদ্যুৎ নেটওয়ার্ক ধ্বংস করে দেয়। বিক্ষোভস্থলের দিকে যাওয়ার রাস্তাগুলোও তারা ধ্বংস করে। কুদস নিউজ নেটওয়ার্ক এসব তথ্য জানিয়েছে।
নিজ শহরে শুক্রবার সন্ধ্যায় শহীদ যুবকের জানাজা অনুষ্ঠিত হয়। সামাজিক ব্যক্তিত্বসহ শত শত ফিলিস্তিনি জানাজায় অংশ নেন। এর আগে গত সপ্তাহে জেরুজালেমে এক ফিলিস্তিনি যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। প্রথম গুলিতে নিস্তেজ থাকা অবস্থায় যুবকটিকে আরও দুটি গুলি করা হয় খুব কাছ থেকে।






