পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, জনগণকে তাদের প্রকৃত স্বাধীনতার জন্য বেরিয়ে আসতে হবে। আমি যখন জনগণকে ইসলামাবাদে আসার আহ্বান জানাবো, তখন ২০ লাখের বেশি মানুষ ইসলামাবাদে আসবে।
শনিবার (৮ মে) অ্যাবোটাবাদে এক জনসভায় দেওয়া বক্তব্যে শাহবাজ শরীফকে উদ্দেশ্য করে ইমরান বলেন, চোর-লুটেরারা যেখানেই যাবে সেখানেই চোর, দেশদ্রোহী ও বিশ্বাসঘাতক স্লোগান শুনতে পাবে।
তিনি বলেন, কাপুরুষ ও ডাকাত শাহবাজ শরীফ আমেরিকার ষড়যন্ত্রের অংশীদার হয়ে নির্বাচিত সরকারকে হটিয়েছে। এসব ডাকাতদের জাতি কখনো মেনে নেবে না।
পাকিস্তানী মিডিয়ার ওপর ক্ষোভ জানিয়ে ইমরান বলেন, বর্তমান আমদানী করা সরকারের প্রথম কয়েক দিনে মূল্যস্ফীতি বেড়েছে। কিন্তু কোনো গণমাধ্যম কি বাজার-দোকানে গিয়ে এই বিষয়ে রিপোর্ট প্রকাশ করছে না।
তিনি বলেন, ১৯৫৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানী সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র করার সময় সে দেশের মিডিয়াকে অর্থায়ন করা হয়েছিলো। আমরা যখন ক্ষমতায় ছিলাম, তখন একই মিডিয়ার লোকেরা ক্যামেরা ও মাইক্রোফোন নিয়ে দোকানদারদের কাছে পৌঁছে যেতো, তাদের সাক্ষাৎকার নিতো, জিজ্ঞেস করত নতুন পাকিস্তান কোথায় গেল?
ইমরান খান বলেন, শরীফ পরিবার যতটা মিথ্যা বলে, আজ পর্যন্ত কাউকে এত মিথ্যা বলতে দেখিনি। মরিয়ম নওয়াজ বলেছেন, আমার লন্ডনে দূরে থাক এমনকি পাকিস্তানেও কোনো সম্পত্তি নেই। কিন্তু পরে লন্ডনে তার সম্পত্তি প্রকাশ্যে আসে।
সাবেক এই প্রধানমন্ত্রী আরো বলেন, আমরা আমেরিকার দাসদের নিয়ে চলতে পারি না, আমরা আত্মসম্মানওয়ালা জাতি।
সূত্র : বোল নিউজ






