সাইফুল ইসলাম, টাঙ্গাইল: টাঙ্গাইল জেলার সখীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজ কেন্দ্রেও পাশ করতে পারেনি আওয়ামী লীগ মনোনীত (বর্তমান চেয়ারম্যান) চেয়ারম্যান প্রার্থী তরিকুল ইসলাম বিদ্যুৎ।
নির্বাচনের ১৩টি কেন্দ্রের ৯টি ওয়ার্ডেই বিদ্রোহী প্রার্থী মো. দুলাল হোসেন (আনারস প্রতীক) নিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। মোট ভোটের নৌকা প্রতীক পেয়েছে ৬ হাজার ৮৭৫ ভোট ও আনারস প্রতীক পেয়েছে ১৪ হজার ৯৪৩ ভোট। উপজেলার কাকড়াজান ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।
তারিকুল ইসলাম বিদ্যুৎ তার নিজের ভোট কেন্দ্র (দীঘির চালা দাখিল মাদ্রাসা ও দীঘির চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়) ৫ নম্বর ওয়ার্ডে ভোট পেয়েছেন ১ হাজার ৫২৪ টি ও বিদ্রোহী প্রার্থী মো. দুলাল হোসেন পেয়েছেন ১ হাজার ৭৯৩ ভোট। নিজের কেন্দ্রসহ প্রত্যেক কেন্দ্রে হেরে যাওয়ায় ওই প্রার্থীকে নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) উপজেলার চারটি ইউনিয়ন পরিষদে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে দুই ইউনিয়নে নৌকা মনোনীত প্রার্থী ও দুই ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।