করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট বা ধরন ওমিক্রনে আক্রান্ত হিসেবে ৫ জনকে শনাক্ত করা হয়েছে দক্ষিণ কোরিয়ায়। দেশটির সংবাদ মাধ্যম দ্য কোরিয়ান হেরাল্ড আজ বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, এ তথ্য জানিয়েছে। নতুন এই ভ্যারিয়েন্ট নিয়ে বিশ্বব্যাপী আবারো কড়াকড়ি আরোপ করা হচ্ছে। তার মধ্যেই এমন খবর দিল দেশটি।
খবরে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা গতকাল বুধবার, ১ ডিসেম্বর, সন্ধ্যায় দেশটিতে প্রথমবারের মতো ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত করে। নাইজেরিয়া থেকে গত ২৪ নভেম্বর এক দম্পতি দেশটিতে আসার পর তাদের ওমিক্রন শনাক্ত হয়।
খবরে বলা হয়েছে, ওই দম্পতি যেদিন দক্ষিণ কোরিয়ায় আসেন সেদিনই তাদের পিসিআর টেস্ট করা হয়। এর পরদিন তাদের দেহে করোনার উপস্থিতি শনাক্ত হয়। অথচ তারা দুই জনই করোনার টিকা নিয়েছেন। একই সঙ্গে তাদের কিশোর বয়সী ছেলেরও করোনা ধরা পড়েছে। তবে সে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত কি না- তা জানানো হয়নি।
দ্য কোরিয়ান হেরাল্ড জানিয়েছে, ওই দিনই আফ্রিকার নাইজেরিয়া থেকে আসা আরো দুই জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়। অবশ্য তাদের করোনার টিকা দেওয়া হয়নি। এ নিয়ে দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত অন্তত ৫ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে।
ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত সব রোগীর শরীরে হালকা লক্ষণ রয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা।






