বেরোবি প্রতিনিধিঃ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) অফিসার্স এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি-২০২২ এর সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এটিজিএম গোলাম ফিরোজ ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী।
বৃহস্পতিবার (২০ জানুয়ারী) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত কবি হেয়াত মামুদ ভবনের নিচতলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কর্মরত বিভিন্ন পর্যায়ের ১৩৩ জন কর্মকর্তার মধ্যে এই নির্বাচনে ১৩০ জন ভোট দেন। সন্ধ্যা সাড়ে ৭ টায় নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন অফিসার্স এ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার ডেপুটি রেজিস্ট্রার কাজী আসাদুজ্জামান।
নির্বাচনে অন্যন্য পদে নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতিঃ মো মোর্শেদ উল আলম রনি, যুগ্ম সাধারণ সম্পাদকঃ রাফিউল হাসান, কোষাধ্যক্ষঃ খন্দকার আশরাফুল আলম, দপ্তর ও প্রচার সম্পাদকঃ আবু তাহের মোস্তফা আল আরিফ, ক্রিয়া সাংস্কৃতিক সম্পাদকঃ আল ইমরান, সমাজকল্যান সম্পাদকঃ রাহিমুল ইসলাম।
এছাড়া সদস্য হয়েছেন- তাপস কুমার গোস্তামি, তারিকুল ইসলাম, আবদুর রহিম, ড. মো জিয়াউর হক, হাফিজুর রহমান।