বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত স্বতন্ত্র প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের বলেন, কয়েকটি দল আমাকে সমর্থন জানিয়েছে। আমি পরিস্কার করছি—জামায়াতে ইসলামীর একজন ক্ষুদ্র কর্মী হিসেবে গর্বিত এবং দলীয় নেতৃবৃন্দের স্নেহে ধন্য। আমাদের এলাকায় স্থানীয়ভাবে সক্রিয় প্রতিটি দলের কাছে আমি গিয়েছি এবং বিনয়ের সাথে সমর্থন চেয়েছি। স্থানীয় বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন (চরমোনাই)সহ সকল রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ আমার পাশে দাঁড়িয়েছেন; সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
সোমবার (৩ জানুয়ারি’২২) তার ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাসে এসব কথা বলেন। ওই স্ট্যাটাসে তিনি আরো লিখেন- ভীষণ ব্যস্ততা আর উদ্বিগ্নতায় সময় কাটছে। আগামী পরশুদিন নির্বাচন। স্নায়ুচাপে আছি। দুআ করুন।
৩৫ ঘন্টা পর নির্বাচন। দুআ চাই। কাউকে আশ্বস্ত করতে পারছি না; বহুবিধ চ্যালেঞ্জ মোকাবিলা করছি। জয়-পরাজয়ের মাঝখানে দুলছি। হেরে গেলে ক্ষমা করবেন (অনেক ভাই আমাকে নিয়ে স্বপ্ন দেখেছেন)। আর জিতলে আপনাদের অনেক কিছু বলার আছে।