জ্বালানী তেল-গ্যাসের মূল্য বৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতির প্রতিবাদে নোয়াখালী জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১২ নভেম্বর) সকাল ১০টায় নোয়াখালী পৌরসভা বিএনপির সভাপতি আবু নাছেরের সভাপতিত্বে এবং ওমর ফারুক টপি”র সঞ্চালনায় নোয়াখালী প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডঃ আবদুর রহমান। তিনি বলেন, সরকার দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে বার বার ব্যর্থতার পরিচয় দিয়েছে।
এসময় সমাবেশে আরো বক্তব্য রাখেন শহিদুল ইসলাম কিরন এডভোকেট শাহাদাত হোসেন, ভিপি জসিম উদ্দিন,দেলোয়ার হোসেন, ভিপি শাহানাজ পারভিন, নুরুল আমিন খান, ছাবের আহমদ, আজগর উদ্দিন দুখু, আবু হাসান মোঃ নোমান,এড.আবুল কালাম আজাদ সহ নোয়াখালী জেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ আরো বলেন সরকার বার বার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে নিন্মবিত্ত ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর ক্রয় ক্ষমতার বাহিরে নিয়ে যাচ্ছে।






