হারুন অর রশিদ হামিদুল, রংপুর জেলা প্রতিনিধি:
গতকাল (২৭ ডিসেম্বর) রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে পীর সাহেব চরমোনাই এর নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত মেয়র প্রার্থী আমিরুজ্জামান পিয়াল হাতপাখা মার্কায় প্রায় অর্ধলক্ষ ভোট পেয়েছেন।
বেসরকারীভাবে ঘোষিত সর্বশেষ ফলাফল অনুযায়ী মোট ২২৯টি ভোটকেন্দ্রে, লাংগল মার্কা ১,৪৬,৭৯৮ ভোট, হাতপাখা মার্কা ৪৯,৮৯২ ভোট, হাতি মার্কা ৩৩,৮৮৩ ভোট, নৌকা মার্কা ২২,৩০৬ ভোট পেয়েছে।
বিগত সিটি নির্বাচনের পরিসংখ্যান অনুযায়ী হাতপাখার প্রাপ্ত ভোট সংখ্যার চাইতে এবারের ভোট দ্বিগুণ পেয়েছেন তারা। যদিওবা নির্বাচনী প্রচারণাসহ বিভিন্ন সুযোগ-সুবিধার ক্ষেত্রে পরিবেশ তাদের পুরোপুরি অনুকূলে ছিল না। জনবান্ধব পরিবেশ থাকলে ফলাফলে আরো চমক থাকতো বলে রংপুরবাসীর আশ্বাস।
গত বছরে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলোতেও সারাদেশে হাতপাখা মার্কায় ভোট প্রাপ্তির ব্যাপক আধিক্য দেখা গেছে।
গতকালের রসিক নির্বাচনের ফলাফল শুধু উত্তরবঙ্গেই নয়, সারাদেশে তৃণমূল পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সাংগঠনিক শক্তি ও গণবিপ্লবের জোয়ারের আভাস মাত্র। দেশের অধিকাংশ মানুষ বৈপ্লবিক পরিবর্তন চায়, তারা প্রচলিত লুটপাটনির্ভর রাজনীতি প্রত্যাখ্যান করে আদর্শবান মানুষের হাতে দেশের নেতৃত্ব তুলে দিতে চায়, গতকালের রসিক নির্বাচনই তার অন্যতম দৃষ্টান্ত।
আর.আই/






