ওলামায়ে কেরাম নবীর উত্তরাধিকারী জাতির শ্রেষ্ঠ সন্তান। সিলেট সুনামগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের ত্রাণ তৎপরতা চালাতে গিয়ে বারবার মুখোমুখি হয়েছে করুণ কিছু দৃশ্যের। স্থানীয় মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং মাদ্রাসার শিক্ষকগণ মানবেতর জীবনযাপন করছেন।
তারাও বন্যায় সমানভাবে ক্ষতিগ্রস্থ কিন্তু আত্মসম্মানবোধের কারণে লাইনে দাঁড়িয়ে ত্রান সংগ্রহ করা সম্ভব নয়। নিজেদের সংকটের কথা কাউকে বলতেও পারছেন না অনেকে। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট, সুনামগঞ্জের ক্ষতিগ্রস্থ ওলামায়ে হযরতদের তালিকা তৈরি করে তাদেরকে সহযোগিতার চেষ্টা করছে। প্রস্তুত হচ্ছে ওলামা হযরতদের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই’র পক্ষ থেকে হাদিয়া!