এইচ এম মাহমুদ হাসান। রাজধানীর উত্তরায় অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) উত্তরা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখা। (মঙ্গলবার) দুপুরে উত্তরা ৯ নম্বর সেক্টরে অবস্থিত উত্তরা মেডিকেল কলেজ-হাসপাতালের একটি কক্ষে আয়োজনটি সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির চেয়ারম্যান ও স্বাচিপ উপদেষ্টা ডা. কাজী শহিদুল আলম।
স্বাচিপ-উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার যুগ্ম আহ্বায়ক ডা. মাসুদ আলম (ডলার) জানায়, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা এই আয়োজনটি করেছি। এসময় হাসপাতালে কর্মরত কর্মচারী ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।
স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)- উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল শাখার আহ্বায়ক ডাঃ আহসান মোহাম্মদ হাফিজের সঞ্চালনায় এসময় অনুষ্ঠানটিতে বক্তব্য রাখেন ইউএএমসিএইচ এর অধ্যক্ষ ডা. সাব্বির আহমেদ খানসহ আমন্ত্রিত অতিথিরা।
আয়োজনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সদস্য সচিব ডা. মো. সালেহীন সাদ, যুগ্ম আহ্বায়ক ডা. মামুনুর রশিদ, সদস্য- ডা. তাপস চক্রবর্তী, ডা. রাশিমুল হক রিমন, ডা. তাসমিয়া আবেদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






