জিএমআইটির বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ
গত ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে “দৈনিক যায় যায় দিন” পত্রিকার অনলাইন পোর্টালে “জিএমআইটির উদ্যোক্তা তৈরির ফাঁদে মানহীন হারবাল পণ্য বিক্রি” শিরোনামে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। উক্ত সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
জিএমআইটি দীর্ঘদিন ধরে স্বনামধন্য একটি প্রতিষ্ঠান হিসেবে গুণগতমানসম্পন্ন পণ্য ও সেবা প্রদান করে আসছে। প্রতিবেদনে উপস্থাপিত অভিযোগ বিভ্রান্তিকর ও বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। একটি কুচক্রী মহল আমাদের সুনাম ক্ষুণ্ন করতে এই মিথ্যা সংবাদ প্রকাশ করেছে।
আমরা সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে আহ্বান জানাই, ভবিষ্যতে সংবাদ প্রকাশের আগে যথাযথ তথ্য যাচাই করার জন্য। একইসঙ্গে, “দৈনিক যায় যায় দিন” পত্রিকার সংশ্লিষ্ট প্রতিবেদকের কাছে সংবাদটি প্রত্যাহার ও দুঃখ প্রকাশের দাবি জানাচ্ছি। অন্যথায়, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিবেদক:
জিএমআইটি কর্তৃপক্ষ