শুক্রবার (২৮ মার্চ’২৪) রাজধানী উত্তরার ১৫ নং সেক্টরে পারুল আক্তার ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ইকরা ইন্টারন্যাশনাল মাদরাসা ও এতিমখানার ভিক্তি স্থাপন এবং আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।।
উক্ত ভিক্তি স্থাপন ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব,ডক্টর মুহাম্মাদ রফিকুল ইসলাম মাদানী।
ভিক্তি স্থাপন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র কুরআন মাজিদের হাফেজরা আল্লাহর কুরআন সংরক্ষণ প্রক্রিয়ার অন্যতম অংশ। ইসলাম তাদের বিশেষ মর্যাদা দিয়েছে। হাফেজদের অন্তরে কুরআন সংরক্ষণ আল্লাহর কুদরতের বহি:প্রকাশ।
কেননা পৃথিবীর আর কোনো ধর্মগ্রন্থ এভাবে সংরক্ষণের নজির নেই। পবিত্র কুরআন মাজিদের শিক্ষা অর্জনের মাধ্যমে আজকের শিশুরাই হাফেজ হিসেবে গড়ে উঠে আগামীদিনে দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনছে ও আনবে এবং সমাজকে শিরক, বি’দাতমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলতে হবে। তাই পবিত্র কুরআন হিফজ করার শিক্ষা প্রতিষ্ঠানগুলো রক্ষার দায়িত্ব আমাদের সবাইকে সম্মিলিতভাবে নিতে হবে।
ভিক্তি স্থাপন এবং আলোচনা সভা ও ইফতার মাহফিলে ইকরা ইন্টারন্যাশনাল মাদরাসা ও এতিমখানার পরিচালক হাফেজ মাওলানা ইমাম হোসাইনের সঞ্চালনায় ও আলহাজ্ব আখতার হোসেন মোল্লার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব খসরু চৌধুরীর ছোট ভাই ডাক্তার মুহাম্মাদ সানজিদ চৌধুরী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, প্রফেসর মুহাম্মাদ শাহাব উদ্দীন, দৈনিক সকালের সময় মাল্টিমিডিয়া এডমিন ও সিটি রিপোর্টার সাংবাদিক এইচ এম মাহমুদ হাসান,
হাফেজ মাওলানা ইউসুফ, আলহাজ্ব আলাউদ্দিন সাবেরী, মাওলানা হাবিবুর রহমান, ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন রনি, জাকির হোসেন রকি, আলহাজ্ব হাফেজ কারী মুহাম্মাদ তোহা।