মোকলেছুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি: নাগেশ্বরী থানা পুলিশ কর্তৃক অদ্য ২৫ মার্চ ২০২৩ তারিখ সকাল আনুমানিক ১০.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানাধীন রামখানা ভবানীরদিঘী এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ রাজু মিয়া (৩৮) এর বসত বাড়ীর শয়ন ঘরের ভিতরে খাটের নিচে বিশেষ কায়দায় রাখা ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এস.আই/






