শরিফ মাহমুদ,মেহেরপুর: বুধবার (২২ মার্চ) বিকেলে মেহেরপুর কোর্ট মাসজিদ এর সামনে থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উক্ত রলিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সভাপতি, মাওলানা আব্দুল কাদের এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মেহেরপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি, মাওলানা ইমরান বিন খাদেম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসলমানগন অংশ নেন।
উপস্থিত বক্তরা বলেন, দুনিয়ার মানুষের কল্যাণে প্রতিবছর মাহে রমজানের আগমন ঘটে। রহমত-মাগফিরাত ও নাজাতের মাস এটি। রমজানের রোজা ধনীর মনে গবিবের ক্ষুধার জ্বালা যেমন অনুভব করায়-তেমনি আত্মার পরিশুদ্ধির মাধ্যমে মানবতার খেদমতের শিক্ষা দেয়।
রমজানের পবিত্রতা রক্ষার্থে সব ধরনের অশ্লীলতা পরিহার করার আহ্বানও জানান বক্তারা
তারা আরও বলেন, ‘মহান আল্লাহ তায়ালা রমজান মাসে রোগী ও মুসাফির ব্যতীত সকল মুসলমানের জন্য দিনের বেলা পানাহার নিষিদ্ধ করেছেন। এজন্য পবিত্র মাহে রমজানে সকলকে প্রকাশ্যে পানাহার থেকে বিরত রাখতে এবং দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে।
অশ্লীলতা-বেহায়াপনা বন্ধ, বিশেষ করে সিনেমা হল, টেলিভিশন ও স্যাটেলাইটের মাধ্যমে প্রদর্শিত সকল প্রকার ইসলামবিরোধী ও অশ্লীল অনুষ্ঠান বন্ধের চেষ্টা করা সকল মুসলমানের ঈমানি দায়িত্ব।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মেহেরপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি ইমরান ইবনে খাদেম, রমজান কে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য অস্বাভাবিকের বলে এ কথা বলেন, “গরীব অসহায় মানুষের গোস্ত খাবার শেষ সম্বল বয়লার মুরগিটিও আজ তাদের কাছে স্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে।”
রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণে সাধারণ রোযাদারগণ মারাত্মক সমস্যার সম্মুখীন হন। ব্যবসায়ীসহ সকলের কর্তব্য অবৈধ মজুতদারি ও কালোবাজারি প্রতিরোধ, ভেজাল খাদ্যদ্রব্য বিক্রয় বন্ধ এবং নিত্য প্রয়োজনীর দ্রবাদি মানুষের ক্রয়সীমার মধ্যে রাখার চেষ্টা করতে হবে।’
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর পৌরসভার সামনে এসে সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
এস.আই/