আল আমীন, ভোলা জেলা প্রতিনিধি: রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে, রহমত, বরকত ও নাজাতের বার্তা নিয়ে রমজান সমাগত। রমজানের পবিত্রতা রক্ষা করা সকলের দায়িত্ব। তাকওয়া অর্জনের এ মাসে তাকওয়াপূর্ণ পরিবেশ তৈরি করা সরকারের দায়িত্ব।
আজ (বুধবার) ২২ ই মার্চ আনুমানিক বিকেল ৫ টায় ভোলা শহরস্থ হাটখোলা মসজিদ চত্ত্বরে মাওলানা আতাউর রহমান মোমতাজীর সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক এর সঞ্চালনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের আয়োজনে মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দিনের বেলায় হোটেল রেস্তোঁরা বন্ধ রাখা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখা এবং সকল প্রকার বেহায়াপনা বন্ধ রাখার দাবিতে রমজানের স্বাগত মিছিল পূর্ব সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর -এর সভাপতি মাওলানা আতাউর রহমান
সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
এসময় বক্তারা বলেন, বরাবরের মতো সরকার এ দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার সম্পূর্ণ বাইরে। তারা সরকারকে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেন- রমজানের পবিত্রতা রক্ষার্থে অশ্লীলতা বেয়াপনা নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালে রাখতে যথাযথ ব্যবস্থা নিতে হবে। মজুদদার, মুনাফাখোর ও সিন্ডিকেটদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিয়ে এদের দমন করতে হবে। অন্যথায় জনগণকে সাথে নিয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে।
এছাড়াও আরও বক্তব্য রাখেন, সহ-সভাপতি, এম ওবায়দুর রহমান, সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মুফতি আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান, প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা হেলাল উদ্দিন, ছাত্র যুব বিষয়ক সম্পাদক এম সাইফুল ইসলাম,সদর থানার সভাপতি এইচ এম আব্দুর রব, সেক্রেটারি মাও ইমরান হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন ভোলা জেলা শাখার সহ-সভাপতি এইচ এম হাবিবুল্লাহ, ভোলা সরকারি কলেজ এর সভাপতি আল আমীন সহ নেতৃবৃন্দ প্রমুখ
সমাবেশ শেষে একটি মিছিল হাটখোলা চত্বর থেকে বাংলা স্কুল মোড় হয়ে নতুন বাজার এসে সমাপ্ত হয়।
এস.আই/