মোহাম্মদ ইব্রাহিম খলিল, ঝালকাঠি প্রতিনিধি: পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে ঝালকাঠির নলছিটি উপজেলা শহরের প্রাণকেন্দ্র নলছিটি পৌরসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার উদ্যোগে স্বাগত র্যালী অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস মল্লিক এর নেতৃত্বে উপজেলার ঐতিহ্যবাহী চায়না মাঠ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস স্টানে এসে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় । দোয়া মোনাজাতের পূর্বে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ ইব্রাহিম খলিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ শাহজালাল হোসেন জিহাদী।
বক্তারা তাদের বক্তবে বলেন রমজানে পবিত্রতা রক্ষা করা প্রত্যেকটা মুসলমানের ঈমানের দাবি। এসময় দিনের বেলা হোটেল রেস্তারা বন্ধ রাখা এবং অশ্লীল বেহায়াপনা বন্ধ রাখা সহ রাতের তারাবির সময় লোডশেডিং জানি না হয় সে ব্যাপার তারা তাদের বক্তব্য দাবি জানান । স্বাগতম মিছিলে উপস্থিত ছিলেন
ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার নেতৃবৃন্দ।
এস.আই/