আল আমীন, ভোলা জেলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলা “শিবপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে” ২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ(বুধবার)২২ ই মার্চ সকাল ১১ টায় বিদ্যালয়ের হলরুমে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর-নাহার এর সভাপতিত্বে ও মোঃ আলম স্যারের সঞ্চালনায় বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মোজাম্মেল হক মহিলা কলেজের অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন,
এবছর বিদ্যালয় থেকে যে ৪৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমরাই আগামীর ভবিষ্যৎ নেতৃত্ব দিবে দেশের বিভিন্ন সেক্টরে। আজ দেশের প্রধানমন্ত্রী নারী, স্পীকার নারী, দেশের কয়েকটি জেলার ডিসি ,এসপি নারী, শিক্ষামন্ত্রী নারী কাজেই তোমরাও আগামীতে এসমস্ত স্থান গুলো দখল করবে। এবং বেগম রোকেয়ার মতো নারী জাতির অগ্রদূত হওয়ার চেতনা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আবদুল কুদ্দুস নোমান, সাবেক উপপরিচালক ইসলামী ফাউন্ডেশন ভোলা সদর উপজেলা, ফখরুল আলম বিশিষ্ট সমাজ সেবক, মোঃ মাজেদ হাওলাদার বিশিষ্ট সমাজ সেবক, গোলাম মাহমুদ বিশিষ্ট সমাজ সেবক, সিরাজুল ইসলাম সাবেক অফিস সহকারী অত্র বিদ্যালয়,
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলীগণের মধ্যে উপস্থিত ছিলেন,নাসিরুদ্দিন, পারভীন আক্তার, রামজয়, মোঃ ইলিয়াস, মোঃ সোহেলসহ বিশিষ্টব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।