মোকলেছুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: অগ্নিঝরা এই মার্চে কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের আয়োজনে মহান মুক্তিযুদ্ধের চেতনায় আগামীর স্মার্ট প্রজন্ম গড়তে মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের নিজ মুখে তাদের বীরত্বগাঁথা আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে শুর হওয়া বীরের মুখে বীরত্বগাঁথা এর ২য় পর্ব অনুষ্ঠিত হয়।
এ সময় কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের ১৮০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
“বীরের মুখে বীরত্বগাঁথা” অনুষ্ঠানের ২য় পর্বে আমন্ত্রিত অতিথি হিসেবে নিজের বীরত্বগাঁথা উপস্থাপন করেন কুড়িগ্রাম জেলার সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ সিরাজুল ইসলাম টুকু।
কুড়িগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গত ৩ মার্চ ২০২৩ তারিখ আমরা “বীরের মুখে বীরত্বগাঁথা” অনুষ্ঠানের ১ম পর্বটি আয়োজন করি।
আগামীতে এই অনুষ্ঠানটি আরো কয়েক পর্বের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
জাতির জনক মহাকাব্যিক নেতৃত্ব, বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহস, পুলিশের প্রথম সশস্ত্র প্রতিরোধ ও অতুলনীয় ভূমিকা নিয়ে আলোচনা, নিজের যুদ্ধকালীন বিভিন্ন ঘটনা ও শিক্ষার্থীদের নানা উৎসুক প্রশ্নের উত্তর দেন আমন্ত্রিত অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ সিরাজুল ইসলাম টুকু।
এস.আই/