আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, মানুষের কষ্ট নিয়ে বিএনপি আন্দোলন করে, কিন্তু জনগণ সেই আন্দোলন সমর্থন করে না। জনগণ বিশ্বাস করে, এই কষ্ট থেকে একমাত্র শেখ হাসিনাই তাদের উত্তরণ করতে পারে।
কেরানীগঞ্জের সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কথা বলছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম।
মঙ্গলবার (২১ মার্চ) সকালে কেরানীগঞ্জের সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বিএনপি জনগণকে ভালোবাসে না উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, তাদের (বিএনপি) মানুষের ভোটের দরকার হয় না। তারা কীভাবে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসবে সেটার জন্য বিদেশিদের কাছে ধরনা দেয়। কিন্তু আমাদের মানুষের ভোট দরকার, আওয়ামী লীগেরও জনগণের ভোট দরকার।
মানবাধিকার বিষয়ে আমেরিকার সমালোচনা করে তিনি বলেন, ওদের দেশের নির্বাচন দেখে না। ট্রাম্পের নির্বাচন যতটা বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ হয়েছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়নি। তারা আবার বলে, বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়নি।
বাংলাদেশ আগে কেমন ছিল এখন কেমন আছে প্রশ্ন রেখে কামরুল ইসলাম বলেন, করোনা মহামারি কাটিয়ে উঠে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে এখন একটু সাময়িক সমস্যা হচ্ছে। সব দেশেই সমস্যা হচ্ছে, যুক্তরাষ্ট্রের কয়েকটি ব্যাংক বন্ধ হয়ে গেছে।
এস.আই/