ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ২০ মার্চ উপজেলা সভাপতি, হাজী আবুল কাসেম এর সভাপতিত্বে ও সেক্রেটারি মুফতী সাইফুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আলহাজ্ব খন্দকার ছানোয়ার হোসেন।
বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সহ সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের, জেলা সেক্রেটারি মুহাম্মদ আখিনুর মিয়া, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মদ আসাদুজ্জামান বাবু, জেলা সদস্য হাফেজ মাওলানা রেজাউল করীম, জেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সাবেক সভাপতি, ফয়সাল আহমাদ সহ প্রমূখ নেতৃবৃন্দ।
উক্ত সম্মেলনে বিগত কমিটি বাতিল করে ২০২৩-২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয় –
সভাপতি – হাজী আবুল কাসেম
সেক্রেটারি – মুফতী সাইফুল ইসলাম।
এস.আই/