মোঃ আবদুর রহিম, রামগতি উপজেলা প্রতিনিধ:
লক্ষ্মীপুর জেলাধীন রামগতি উপজেলার পৌরসভার ৮নং ওয়ার্ডের সিরাজ মাঝি বাড়ির বসত ঘর থেকে অজ্ঞান করে দুর্ধর্ষ কায়দায় প্রায় ১৫/১৬ লক্ষ টাকার অলংকার, গহনা, টাকা মোবাইলসহ চুরি হয়েছে।
রামগতি পৌরসভা ৮ নং ওয়ার্ডের বাসিন্দা সিরাজ মাঝির ঘর থেকে এই চুরির ঘটনা ঘটে। তার ছেলে হাফেজ মোঃ সজিবের কাছ থেকে জানা যায়, গতকালকে দুপুরে খাওয়ার পর থেকে তাদের ভিতরে ঘুমের নেশা কাজ করছে। পরে ঘরের সবাই ঘুমিয়ে যায়। সজীব বলেন প্রতিনিয়তই মসজিদে গিয়ে নামাজ পড়ি কিন্তু আসরের নামাজ আমরা কেউই পড়তে পারিনি, মাগরিবের সময় আমরা ঘুম থেকে জাগ্রত হয়ে মাগরিবের নামাজ পড়ে আবারও ঘুমিয়ে গিয়েছি।
সিরাজ মাঝি বলেন, রাত ৯/১০টায় বাজার থেকে বাড়ি আসি যদিও আমি বিকালবেলা বাসায় থাকা অবস্থায় ঘুমের নেশা মাথায় ঘুরপাক করছিল, কিন্তু বাজারে যাওয়ার পর আমার মধ্যে নেশা কাজ করেনি। যখন আবার ঘরে আসি তখন আবার ঘুমের নেশা কাজ করছিল। সে তার পুত্রবধু, তার স্ত্রীসহ সবাইকে ঘুম থেকে জাগিয়ে খাবার খেয়ে আবারো ঘুমিয়ে পড়ে। আমি রাত দুইটার দিকে ঘুম থেকে জাগ্রত হই, তখন সব ঠিক ছিল।
পরে ভোর বেলায় পার্শ্ববর্তী এক মহিলা আমাদেরকে জাগ্রত করার পর ঘুম থেকে উঠে দেখি ড্রয়ার খোলা এবং ঘরে চুরি হয়েছে। সিরাজ মাঝির বিবৃতি মতে প্রায় ১৫/১৬ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে।