ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের সভাপতি আলহাজ্ব মোঃ ফারুক খান এবং সেক্রেটারী টি এম মাহফুজ হোসাইন এর নেতৃত্বে সাভার মডেল মসজিদ গেইট থেকে আজ বাদ জুম’আ পবিত্র মাহে রমজানের স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাবেশে সভাপতির বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজান রহমতের মাস, মাহে রমজান নাজাতের মাস, মাহে রমজান মাগফিরাতের মাস।
মুসলমানদেরকে এমাসে সুন্দরভাবে ইবাদতের সুযোগ করে দিন, অশ্লীলতার আড্ডাখানা বন্ধ করে দিন, বেহায়াপনার কারখানা তালাদেয়ার ব্যবস্থা করুন।
তিনি আরো বলেন, আমরা মুসলমান শান্তিতে মহান আল্লাহর ইবাদত করতে চাই, আমরা এই বাংলায় অশ্লীলতার আড্ডাখানা দেখে ইমান নষ্ট করতে চাইনা।
সেক্রেটারী টি এম মাহফুজ বলেন,
আমরা মুসলমান জানি ও মনে-প্রানে বিশ্বাস করি পবিত্র রমজানের রোজা পালন করা হয় একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির জন্য। তাই প্রধানমন্ত্রীকে বলতে চাই এই পবিত্র রমজানের রোজা পালনের সুবিধার্থে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহন করুন।
শ্রমিক নেতা মাওলানা আব্দুর রশিদ সাভারী বলেন, দেশের শ্রমজীবী মেহনতী মানুষের বেতন বোনাস ২০রমজানের মধ্যে তাদের হাতে পৌছানোর ব্যবস্থা করুন। মেহনতী মানুষের শ্রম ঘন্টা কমিয়ে তাদেরকে ইবাদত করার সুযোগ দিন।
এসময় আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর অন্যান্য নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের জেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ।
এস.আই/