কুষ্টিয়া প্রতিনিধি: “ইসলাম দেশ মানবতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে নবীন আলেমদের সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার ১৬ মার্চ বিকেলে শহরের আলফার মোড়ে”সজীব অডিটোরিয়াম”এই সংবর্ধনা দেয়া হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ সাব্বিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি ইমরাহিম হুসাইন মৃধা।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুফতি ইব্রাহিম খলিল। বক্তব্য রাখেন কলামিস্ট ও নবীন আলেম মুহাম্মদ নুর আলম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি হাসান রাবি, দেওয়ান আঃ খালেক, আমিনুল ইসলাম মুলতানি, নাজমুস সালেহীন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলাম দেশ ও জাতির অতন্ত্রপ্রহরী এই আলেম সমাজ। আলেম সমাজ জাতির কর্ণধর। অতএব আলেম সমাজকে জাতির দুঃখ দুর্দশা সম্পর্কে অবগত থাকতে হবে। তিনি আরো বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত করতে হলে আলেমদেরকে অধিষ্ঠিত হতে হবে। অনুষ্ঠানে শেষে ৫০ জন নবীন আলেমদেরকে ক্রেস্ট, সনদ, ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এস.আই/