মোহাম্মদ ইব্রাহিম খলিল, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার দপদপিয়া ইউনিয়ন সংলগ্ন সুগন্ধা নদীতে ভাসমান একটি লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পুলিশ এসে নদী থেকে উদ্ধার করে লাশ থানায় নিয়ে আসে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া লাশের ব্যক্তির গায়ে পাঞ্জাবি রয়েছে এবং তার দাড়ি দেখে বোঝা যাচেছ ব্যক্তিটি মাঝ বয়সী হবেন। এছাড়া তার পাঞ্জাবির কিছু টাকা ও একটি টুপিও পাওয়া গিয়েছে।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান,বিকেলে আছর নামাজ বাদ যখন মুসল্লীরা নদীরপাড় সংলগ্ন মসজিদ থেকে বের হচেছন তখন নদীতে ভাসমান লাশটি দেখতে পান। তখন মুসল্লীরা নলছিটি থানা পুলিশকে খবর দেয়। তারা এসে লাশ উদ্ধার করে।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জানান,নদীতে ভাসমান অবস্থায় একটি মাঝ বয়সী ব্যক্তির অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে । লাশটি ঝালকাঠি মর্গে প্রেরন করা হবে সেখানে ময়নাতদন্তের রিপোর্টের মাধ্যমে তার মৃত্যুর কারন জানা যাবে ।