মুহাম্মাদ রেজাউল করীম,চরমোনাই প্রতিনিধি:আল হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ-এর সম্মিলিত কওমি মাদরাসা বোর্ডএর অধীনে চরমোনাই কওমিয়া মাদরাসা থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষে দাওরায় হাদীস (মাস্টার্স) সমাপনী ১১৬ শিক্ষার্থীদের কে নবীন আলেম সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই কওমিয়া শাখা।
আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় চরমোনাই জামিয়া রশিদিয়া আহছানাবাদ ইসলামিয়া কওমিয়া মাদরাসা অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি সৈয়দ ফজলুল করীম মুজাহিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাইদুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির নায়েবে আমীর মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আলেমগণ হলো নবীদের ওয়ারিশ আলেমগণ হলো জাতির পথপ্রদর্শক। আদর্শ দেশ ও জাতি গঠনে আলেমসমাজের ঐতিহাসিক ভূমিকা অনস্বীকার্য। ঐতিহাসিক এ অবদান ও ঈমানী কর্তব্য পালনের ধারাবাহিকতায় নবীন আলেমদেরকেও শামিল হতে হবে। কুরআন -সুন্নাহর আলোকে সমাজবিনির্মাণ ও জাতি গঠনে অবিরাম প্রয়াস চালিয়ে যেতে হবে। ইসলামের বাণী পৌঁছে দিতে হবে প্রত্যেক মানুষের কর্ণকুহরে।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমাদ মানসুর।
তিনি বলেন ইসলামী খেলাফত পুনর্জাগরণে নবীন আলেমদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কারণ পৃথিবী থেকে ইসলামী খেলাফত বিলুপ্ত হয়েছে ১৯২৪ সালে। যা প্রায় ১০০ বছর অতিক্রম করতে চলছে। বিশ্বের কোথাও ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত নেই।
তাই প্রিয় নবীন আলেমদের প্রতি আহ্বান থাকবে ইসলামী খেলাফত ফিরিয়ে আনার জন্য আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে। যাতে বাংলাদেশের জমিন থেকেই ইসলামী খেলাফতের বীজ বপন শুরু হয়। অনুষ্ঠান শেষে নবীন আলেমদরকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন চরমোনাই কওমিয়া মাদরাসার নাযেমে তালিমাত মাওলানা আব্দুল কাদের সাহেব, মাওলানা মুফতী মাসুম বিল্লাহ, মাওলানা মুফতী ফয়জুল্লাহ সহ দাওরায় হাদীস (মাস্টার্স) সমাপনকারী নবীন আলেম বৃন্দ।
এস.আই/