হোসাইন আহমাদ: আগামী ১৭ মার্চ (শুক্রবার) বেলা ৩ ঘটিকায় রাজধানীর পল্টনাস্থ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠান ও কওমী অ্যাওয়ার্ড ২০২৩ দিবে বলে জানিয়েছে ‘আমরা কওমীয়ান পরিষদে’র প্রতিষ্ঠাতা পরিচালক, মাওলানা আনিসুর রহমান।
নবীন আলেম কওমী অ্যাওয়ার্ড ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত থাকবেন, মাওলানা শেখ আজিমুদ্দিন সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মাওলানা যাইনুল আবিদিন, মাওলানা মহিউদ্দিন ফারুকী, মাওলানা আবুল হাসান শামসাবাদী। এছাড়া আরো উপস্থিত থাকবেন, মাওলানা সাইমুম সাদী, মাওলানা রোকন রাইয়ান, মুফতি আ ফ ম আকরাম হোসাইন, মুফতি সানাউল্লাহ খানসহ সংগঠনটির বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।
জানা যায়, সংগঠনটি কয়েক বছর ধরে শীতবস্ত্র বিতরণ ও বিভিন্ন দুর্যোগে অসহায়, দারিদ্র্যের পাশে দাড়িয়ে মানবিক কাজ করে যাচ্ছে।
এ-রই ধারাবাহিকতায় দীর্ঘ প্রচেষ্টা, পরিকল্পনা ও মেহনতের পর এবারের ভিন্ন দ্বারার ব্যতিক্রমী আয়োজন নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠান ও কওমী অ্যাওয়ার্ড ২০২৩ দিবে ‘আমরা কওমীয়ান পরিষদ’।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আনিসুর রহমান দেশবাসীর কাছে দোয়া ও সফলতা কামনা করেছেন।