আফগানিস্তানে ২০ হাজার মেট্রিক টন গম পাঠানোর ঘোষণা দিয়েছে ভারত। দেশটির রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত পাঁচ দেশের বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়।
মঙ্গলবার (৭ মার্চ) ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার নয়াদিল্লিতে আফগানিস্তানে ভারত-মধ্য এশিয়া যৌথ ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আফগানিস্তানে ২০ হাজার মেট্রিক টন গম পাঠানোর কথা ঘোষণা করে ভারত। এসব গম ইরানের চাবাহার বন্দরের মাধ্যমে পাঠানো হবে বলেও জানানো হয়।
সংবাদমাধ্যম বলছে, মঙ্গলবার কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান এবং তুর্কমেনিস্তানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ভারত। এছাড়া বৈঠকে জাতিসংঘের মাদক এবং অপরাধ (ইউএনওডিসি) দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এস.আই/