মোকলেছুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি: পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষ্যে জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী কুড়িগ্রাম জেলার ৩৩ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
কর্তব্যের তরে, দিলে যারা আত্মর বলিদান, প্রতিক্ষণে স্মরন রাখিব ধরি,তোমাদের সন্মান স্মৃতিতে অম্লান এই বোধের প্রত্যয়ে ০১ মার্চ ২০২৩ পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষ্যে সকাল ১০ টায় পুলিশ লাইন্স কুড়িগ্রামের পুলিশ মেমোরিয়াল স্মৃতিফলকে গার্ড অব অনার প্রদান করেন কুড়িগ্রাম জেলা পুলিশের একটি চৌকস দল।
এরপর জেলা পুলিশ কুড়িগ্রামের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আরমান হোসেন, কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ জনাব খান মোঃ শাহরিয়ার, ডিআইও-১ জনাব এ কে এম লিয়াকত আলী, ওসি ডিবি জনাব মোঃ আশিকুর রহমান পিপিএম, টিআই (প্রশাসন) জনাব মোঃ মোস্তাফিজুর রহমান সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ সহ
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গ কারী কুড়িগ্রাম জেলার ৩৩ জন বীর সদস্যের পরিবারের সদস্যবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি অর্পন ও দোয়া শেষে কুড়িগ্রাম পুলিশ লাইন্সের মাল্টিপারপাস ড্রিলশেডে পুলিশ মেমোরিয়াল ডে ২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় দেশের তরে দশের তরে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারের সদস্যবৃন্দের অনেকেই তাদের সন্তান/বাবা/স্বামী/ভাই দের কর্মক্ষেত্রে বিভিন্ন বীরত্বগাথার স্মৃতিচারণ করেন।
বক্তারা রাষ্ট্রের বৃহত্তর কল্যানে ও নাগরিকদের নিরাপত্তার তরে বীর পুলিশ সদস্যদের বীর কাহিনী ও অকুতোভয় আত্মদানের স্মৃতিচারণ করে তাদের রুহের মাগফেরাত কামনা করেন।
স্মৃতিচারণ শেষে কুড়িগ্রাম জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সের পক্ষে কর্তব্যরত অবস্থায় জীবনদান কারী বীর পুলিশ সদস্যদের পরিবারের হাতে হৃদয়ের গহীন থেকে সামান্য উপহার ও দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।
এস.আই/





