এইচ এম মাহমুদ হাসান: ন্যাশনাল ডিবেট ফেডারেশন এর আয়োজনে ২ দিনব্যাপী সারাদেশের বিতার্কিকদের নিয়ে আয়োজিত ১৫ তম জাতীয় ন্যাশনাল ডিবেট কার্নিভালে বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে বিতর্কে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় নির্বাচিত হয়েছে নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ।
জাতীয় শিশু একাডেমীতে অনুষ্ঠিত হওয়া এ উৎসবের ২য় দিনে স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের এ ঘোষনা দেওয়া হয়।
এদিকে এ বিজয়ে উচ্ছাস প্রকাশ করে নর্দান বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড.নজরুল ইসলাম বলেন আমরা শিক্ষার পাশাপাশি সহ শিক্ষা কার্যক্রমগুলোও গুরুত্বের সাথে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি,আজকের এ বিজয় আমাদের এ প্রয়াস কে বহুগুণে এগিয়ে নিতে অনুপ্রাণিত করলো।
জাতীয় বিতর্ক উৎসবে অংশ নেয়া সেন্ট্রাল টিমের বিতার্কিক রা হলেন মো: সোহানুর রহমান সোহান,মাহমুদুল হাসান মাহমুদ,ফারিয়া জাহান চৈতী,মোঃ মঈন খাঁন,মোঃ রফিকুজ্জামান শাকিল,মাহাবুবা নিশাত তামান্না,লামিয়া আক্তার,মাহিন মোজাফফার,শাখাওয়াত হোসেন,হাসিবুল হাসান প্রমূখ।
এস.আই/