মোঃ ইয়াছিন আরাফাত,রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নে জেগে উঠা খাস জমি দখল করার জন্য প্রভাব খাটাতে গিয়ে আজ বুধবার সকালে দুপক্ষের সংঘর্ষে রাসেল নামের এক কিশোর নিহত ও ১০ জন আহত হয়েছে।
জানা যায়, মেঘনা নদীতে জেগে উঠা খাস জমি নিয়ে দীর্ঘদিন ধরে দঃ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল রাহুল ও ইউ পি সদস্য নজরুল ইসলামের মধ্যে বিরোধ চলে আসছে।এ বিরোধকে কেন্দ্র করে আজ সকালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে।এতে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে মারামারি করে। সংঘর্ষের এক পর্যায়ে রাসেল নামের এক ছেলেকে নির্মম ভাবে কুপিয়ে আহত করার পর জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় মাথায় ধারালো অস্ত্রের আঘাত প্রাপ্ত রুহুল আমিন নামে আরেক ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।খোজ নিয়ে জানা যায় আরো অন্তত ১০ জন মারাত্মক ভাবে আহত হয়েছে।
এই ঘটনায় পুলিশ শাহজালাল রাহুল সহ ৫জন কে গ্রেফতার করে।
এস.আই/