মোকলেছুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
আজ (১৩ ফেব্রুয়ারি) শহীদ রাউফুন বসুনিয়া দিবসে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে কুড়িগ্রামের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
পরে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন।
বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি একুশে পদকপ্রাপ্ত আইনজীবী এস.এম. আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সলিডারিটির নির্বাহী পরিচালক ও কুড়িগ্রাম জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ লাল, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা মোঃ নাসির উদ্দীন, বঙ্গবন্ধু পরিষদের কুড়িগ্রাম জেলা শাখার সহ-সভাপতি ও রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইমদাদুল হক এমদাদ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউফুন বসুনিয়া স্মৃতি সংসদের সভাপতি এস.এম. ছানা লাল বকসীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, কুড়িগ্রামের সাহসী সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র রাউফুন বসুনিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলনের অগ্রযোদ্ধা, বঙ্গবন্ধুর আদর্শের নির্ভিক সৈনিক ১৩ ফেব্রুয়ারি ১৯৮৫ সালে ঘাতকের নির্মম বুলেটের আঘাতে নিহত হন রাউফুন বসুনিয়া।
আর.আই/