আল আমীন, ভোলা প্রতিনিধি:
হাইকিং ও তাবুবাস এবং প্রাকৃতিক পরিবেশে পর্যবেক্ষণ কার্যক্রমে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় গ্রুপ সম্পাদক মোঃ কামাল হোসেনের নেতৃত্বে চারটি উপদল গঠন করা হয়, উপদলনেতা মোঃ রিয়াজ( বিশ্বাসী দল), মোঃ রেদোয়ান ( বন্ধু দল), মোঃ নাসিম (বিনয় দল), মোঃ রাকিবুল ইসলাম হাসান (সদয় দল)। এই চারটি দলের উদ্দেশ্যে গ্রুপ সম্পাদক উপদেশ বা দীক্ষায় বলেন, হাইকিং হচ্ছে;পাহাড়ি বা সমতল এলাকায় দৃষ্টি নন্দন পরিবেশে পায়ে চলা রাস্তা বা হাইকিং ট্রেইল ধরে একটি নির্দিষ্ট দূরত্ব বা সময় পায়ে হাটাকেই হাইকিং বলে I
স্কাউটিংয়ে গ্রূপ কমিটি, দল নেতা বা স্কাউট মাস্টার এর অনুমতিক্রমে স্কাউট নীতি ও পরিভ্রমণ এর নিয়ম মেনে একটি নির্দিষ্ট দূরত্ব পায়ে হেটে অতিক্রম করে রাস্তার মানচিত্র ও ভ্রমণ রিপোর্ট স্কাউট মাস্টার বা গ্রূপ কমিটিকে প্রদান করার মাধ্যমেই একটি সফল হাইকিং শেষ হয় I
তিনি আরও বলেন, হাইকিং এর উদ্দেশ্য: প্রাকৃতিক
পরিবেশ ও নানা নিদর্শন পর্যবেক্ষণের মাধ্যমে হাইকিং হৃদ রোগের ঝুঁকি কমায়, ব্লাড প্রেশার উন্নত করে ও ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে, হাড্ডির ডেন্সিটি ঠিক রাখে, কারণ হাইকিং একটি ভার বহনকারী শরীরচর্চা I
নানা রকমের হাইকিং পথ : ১. পায়ে চলা পথ ২. মেঠোপথ ৩. পাকা বা ইটের রাস্তা ৪. বড় রাস্তা ৫. প্রাকৃতিক রাস্তা ৬. পাহাড়ি রাস্তা ৭. নানা কাজের ব্যবহারের রাস্তা ৮. কোনো রাস্তা ছাড়াই সমতল ,পাহাড়ি , বা বন্ধুর ভূমি যেখানে নানা বাধা যেমন জলাশয় থাকতে পারে I
হাইকিং এর সময় কাল : স্কাউটিংয়ে সাধারণত: একটি স্ট্যান্ডার্ড হাইকিং ঘন্টায় ৩ মাইল, একহাজার ফিট উপরের দিকে উঠার জন্য আরো এক ঘন্টার একটি হিসেবে ধরা হয় I
হাইকিং টিমের দায়িত্ব বন্টন : ১. দলনেতা ২. কম্পাস রিডিং ৩. রিপোর্ট লগ বুক /ফিল্ড বুক সংরক্ষক ৪. প্রাথমিক প্রতিবিধানকারী ৫. ফিল্ড বুক/রুট ম্যাপ ৬. কদম মাপা ৭. কোয়ার্টার মাস্টার বা খাদ্য ও পানীয় সংরক্ষণ ও বণ্টনকারী I এরকম প্রয়োজন অনুযায়ী নানা দায়িত্ব বন্টন করে নিতে হবে এবং হাইক কালীন সেই দায়িত্ব পালন করতে হবে I
সংক্ষিপ্ত পরিকল্পনা : গন্তব্য স্থান যাত্রারম্ভের স্থান , সময় , তারিখ পরিকল্পিত দুরুত্ব, ডে হাইক হলে সূর্যাস্তের আগে হাইক শেষ করে ফিরে বাসায় পৌঁছাতে হবে, ওভার নাইট মানে রাত্রি যাপনসহ হাইক হলে রাত্রি যাপনের স্থান, তাবু, স্লিপিং ব্যাগ, শোয়ার ব্যবস্থা , রাতের পাহারা, বাথরুম এগুলো আগে থেকেই পরিকল্পনায় ও ব্যবস্থাপনায় থাকতে হবে I
আর যদি সারভাইভাল হাইক হয় , তাহলে তো অবস্থা বুঝে ব্যবস্থা I হাইক কালীন কদম মাপা, বাক গুলোতে ডিগ্রী মাপা, কত কদম পর কত ডিগ্রিতে বাক নিলো, আশে পাশের দর্শনীয় স্থান, নিদর্শন, ব্রিজ , কালভার্ট , বিলডিং , দোকান পাট , বাড়ি ঘর, ল্যান্ড মার্ক, এগুলোর নোট নিতে হবে I
তাছাড়া আবহাওয়া কেমন, বাতাসের গতি বেগ কেমন, ট্রাফিক আইন মেনে পথ চলা, একজন আরেকজনের নিরাপত্তার খেয়াল রাখা , এগুলো হাইকের অংশ I হাইকিংকালীন জুতা, কাপড়, টুপি , রেইন্ কোট, লাঠি, ব্যাগপ্যাক , আরো কিছু প্রয়োজনীয় দ্রব্যাদি সাথে থাকা জরুরি I
হাইক শেষে ফিরে এসে পরবর্তীতে ম্যাপ তৈরী করে , তাতে দুরুত্ব, ল্যান্ড মার্ক, ডিগ্রি এগুলো সংযুক্ত করে হাইক ম্যাপ এবং হাইক কালীন সকল বিবরণ সহ হাইক রিপোর্ট স্কাউট মাস্টার এর নিকট পেশ করতে হবে I
আজ শনিবার সকাল ১০ টায়(১১ফেব্রুয়ারি) ভোলা সরকারি কলেজ চত্বর থেকে ধারাবাহিকভাবে হাইকিং কার্যক্রম শুরু করে আলহাতাজের রহমান ডিগ্রি কলেজে গিয়ে শেষ হয়।
এরপর প্রকৃতি পর্যবেক্ষণে শেষে ভোলা সদর উপজেলার ব্যাংকেরহাট “টেক্সটাইল ইনস্টিটিউট” হল রুমে দুপুর ১ টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এসময় প্রত্যেক দল তাদের যৌথ পারফর্মেন্স এবং প্রকৃতি পর্যবেক্ষণ উপস্থাপন করেন দলীয় উপনেতারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা রোভার স্কাউটস এর যুগ্ম সম্পাদক ও ভোলা সরকারি কলেজের (RSL)মোঃ মাহবুব আলম , কোষাধ্যক্ষ মোঃ মাজহারুল ইসলাম,ভোলা সরকারি কলেজ রোভার স্কাউটস এর (RSL) মোঃ এরশাদ স্যার,জেলা মুক্ত রোভার এর সদস্য এম শরীফ আহমেদ, ভোলা সরকারি কলেজ রোভার স্কাউটস এর সিনিয়র রোভারমেট মোঃ মনিরুল ইসলাম, মিতু আক্তার সহ রোভার সহচরা।
আর.আই/






