ঢাকাসহ সারাদেশে সেবা খাতের কিছু কর্মকর্তার উদাসীনতা ও অবহেলায় দিন দিন যেভাবে গ্যাস সরবরাহে যে সমস্যা বিদ্যমান তাতে দেশে জনদুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। জনদুর্ভোগ দ্রুত সময়ের মধ্যে সমাধান করা না হলে দেশে গণ বিস্ফোরণ ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ।
১০ ফেব্রুয়ারী শুক্রবার পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় এ আশঙ্কা করা হয়েছে।
ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি শহিদুল ইসলাম কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সেক্রেটারী মুফতী মুহাম্মদ মোস্তাফিজুর রহমান ও আবু শোয়াইব খান প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, শোষণ জুলুম থেকে রেহাই পেতে ১৯৭১ এ যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, কিন্তু স্বাধীন দেশে আজ সাধারণ মানুষকে শোষণ করা হচ্ছে। সরকারী প্রতিষ্ঠানের গ্যাস বাবদ মাসে মাসে সরকার নির্ধারিত মূল্য পরিশোধ করা হলেও গ্রাহকদেরকে গ্যাস সরবরাহ না করে ভোক্তাদের সাথে প্রতারণা করা হলেও এ বিষয়ে কারো কোন মাথা ব্যাথা আছে বলে মনে হয় না। সরকারী গ্যাসের লাইন থাকার পরেও পরিবার ও সন্তানদেরকে সময় মত খাবার খাওয়ানোর জন্য মানুষের বিকল্প ব্যবস্থা করতে হচ্ছে।
ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি শহিদুল ইসলাম কবির বলেন, সরকার রক্তচোষা নীতি গ্রহণ করে একদিকে কিছু মানুষ যেমন দুর্ণীতি করেছে, অপরদিকে মানুষের কাঙ্ক্ষিত সেবা না দিয়ে পানি, গ্যাস, বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধি করেই যাচ্ছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেছে। এ অবস্থায় জনদুর্ভোগ লাগবে সরকার যদি দ্রুত পদক্ষেপ গ্রহণ না করে তবে দেশে গণ বিস্ফোরণ ঘটে যেতে পারে।
এন.এইচ/